একদিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (৮ এপ্রিল) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইসিহাসে সর্বোচ্চ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ক্যারেটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের দাম ৯৬২০ টাকা, ১৮ ক্যারেটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের দাম ৮২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ৬৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ২২ ক্যারেটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার দাম ১৮০ টাকা, ২১ ক্যারেটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার দাম ১৭২ টাকা, ১৮ ক্যারেটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার দাম ১৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে স্বর্ণ এবং রূপা বিক্রির জন্য জুয়েলারি ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছে বাজুস।
টিবি
Discussion about this post