অবশেষে জিম্মি দশার ৩১ দিন পর উদ্ধার করা হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে। এ জন্য অবশ্য গুণতে হয়েছে মোটা অংকের টাকা। জানা যায়, সদস্যুদের দিতে অন্তত ৩টি স্যুটকেস ভর্তি ডলার বিমান থেকে সাগরে ফেলা হয়। স্প্রিডবোডে গিয়ে সেই ডলার সংগ্রহ করার পর গুনতে শুরু করে দস্যুরা। চাহিদা অনুযায়ী সব বুঝে পাওয়ার পর ছেড়ে দেওয়া হয় জিম্মি ২৩ নাবিক ও জাহাজকে।
শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে মুক্তিপণের ডলারভর্তি তিনটি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিকসহ জাহাজটিকে মুক্ত করা হয়। জানা গেছে, জলদস্যুদের দাবি অনুযায়ী মুক্তিপণ নিয়ে একটি বিমান শনিবার বিকালে জিম্মি জাহাজের ওপর চক্কর দেয়। জাহাজের ওপরে ২৩ নাবিক অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে বিমান থেকে ডলারভর্তি তিনটি ব্যাগ সাগরে ফেলা হয়।
তবে জিম্মিদের ছাড়িয়ে আনতে কতো টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে তা অবশ্য জানা যায়নি। এছাড়া কীভাবে এই ডলার সংগ্রহ করা হয়েছে তার কিছুই জানা সম্ভব হয়নি।
জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমে বলেন, ২৩ নাবিকই অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। তারা সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে। সেখান থেকে বিমানে করে দেশে ফেরত আনা হবে।
টিবি
Discussion about this post