ভারতীয় তারকা ক্রিকেটার গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষের ম্যাচে চোটে পড়েছিলেন। এরপর দীর্ঘ সময় তাঁকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। তবে চোট কাটিয়ে তিনি আবার ফিরেছেন, পূর্বের সেই ফর্ম এখনো ফিরে পাননি তিনি। উল্টো তাঁকে শুনতে হচ্ছে দর্শকদের দুয়ো।
গুজরাট টাইটান্স থেকে পান্ডিয়াকে বড় অঙ্কের অর্থ খরচ করেই কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কও করা হয় তাঁকে। এরপর থেকেই নিয়মিত দর্শকদের দুয়ো শুনতে হচ্ছে পান্ডিয়াকে। এদিকে দলও খুব একটা ভালো অবস্থানে না থাকায় বেশ চাপেই এই অধিনায়ক। তবে পান্ডিয়া বলছেন, এসব নিয়ে মাথা ঘামান না তিনি।
রোহিত শর্মার জায়গায় পান্ডিয়ার অধিনায়ক হওয়াটাও পছন্দ করছেন না অনেকে। ফলে মাঠে ও মাঠের বাইরে সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা তার। দলও এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে জিতেছে ৩ টিতে। এমন অবস্থায় আইপিএলে নিজের শততম ম্যাচে মাঠে নামবেন তিনি।
এর আগে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে নিজের অধিনায়কত্ব নিয়ে কথা বলেন পান্ডিয়া। জানিয়ে দিয়েছেন সমর্থকদের প্রত্যাশা নিয়ে মাথা ঘামান না তিনি, ‘চ্যালেঞ্জ মজার। তবে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোনটা চ্যালেঞ্জিং, আমি বলব ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা, সমর্থকদের প্রত্যাশা। সত্যি বলতে কি, যেটা নিয়ে আমি মাথা ঘামাই না।’
দলের অবস্থা নিয়ে অবশ্য ভাবার সময় এসেছে এই অধিনায়কের। টুর্নামেন্টের এই অবস্থান থেকে প্রতিটি জয়ই ভীষণ গুরুত্বপূর্ণ দলটার। দলকে আবার ছন্দে ফেরাতে নিশ্চয়ই চেষ্টার কমতি রাখবেন না পান্ডিয়া।
এ এস/
Discussion about this post