বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমের কারণে পর পর চারবার এক সঙ্গে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। প্রতিদিন স্কুলে, অফিসে বা বাজারে যেতেই অবস্থা খারাপ হচ্ছে সবার। এই তাপমাত্রাতেও সড়কে দাঁড়িয়ে সেবা দিচ্ছে ট্রাফিক পুলিশ। বর্তমানে তাপমাত্রা এতটাই বেড়েছে যে গরমের কারণে অসুস্থতাও বাড়ছে। হিট স্ট্রোকের প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতিতে সাহায্য করতে পারে এই এসি হেলমেট। একইসঙ্গে বাইক আরোহীদের সুরক্ষাও দেবে এটি।
এবার ট্রাফিক পুলিশের জন্য স্বস্তির খবর দিয়েছে প্রতিবেশি দেশ ভারতের লখনৌর ট্রাফিক বিভাগ। তীব্র তাপদাহের মধ্যে সড়কে দায়িত্বরত পুলিশকে কিছুটা শীতল ও স্বস্তিতে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটি। ‘ঠান্ডা উদ্যোগ’ নামে পরিচিত এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু ‘এসি হেলমেট’ গেল সপ্তাহে উন্মোচন করা হয়েছে।
লখনৌতে প্রথমবারের মতো পরীক্ষামূলক পর্বের অংশ হিসেবে চারটি এসি হেলমেট চালু করা হয়। গত সোমবার (২২ এপ্রিল) হজরতগঞ্জের অটল চক মোড়ে দায়িত্বরত ট্রাফিক কর্মীদের এসব হেলমেট দেয়া হয়। বিশেষ ধরনের হেলমেট তৈরি করলেন আইআইএম-এর ছাত্ররা। গুজরাটের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের ছাত্ররা তৈরি করেছেন এসি হেলমেট। ব্যাটারি চালিত সেই হেলমেট পরলে কষ্ট হবে না প্রবল গরমেও।
বিশেষত সূর্যের প্রখর তাপ মাথায় নিয়ে যাদের দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ, তাদের অস্বস্তি কাটাবে এই হেলমেট। গুজরাটের ভদোদরার পুলিশ ইতিমধ্যে কর্মীদের সেই হেলমেট দিতে শুরু করেছে। কর্তব্যরত ৪৫০ পুলিশকর্মীকে এই হেলমেট দেওয়া হয়েছে।
এ বিষয়ে লাখনৌ পুলিশের এডিসিপি অজয় কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এই প্রকল্প সফল হলে হায়দরাবাদভিত্তিক একটি প্রতিষ্ঠানকে কমপক্ষে পাঁচশ এমন এসি হেলমেট প্রস্তুতের দায়িত্ব দেয়া হবে। এই হেলমেটের ওজন সাধারণ হেলমেটের প্রায় অর্ধেক এবং আমাদের ট্র্যাফিক পুলিশ এটি ব্যবহার ও পরিধানে স্বস্তির কথা জানিয়েছেন।’
টিবি
Discussion about this post