আগামী শুক্রবার (৩ মে) থেকে রোববার (৫ মে) সংযুক্ত আরব আমিরাত সফর করার কথা ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর।
সফরটি বাতিল করা হয়েছে বলে বৃহস্পতিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, শেখ তাহনুন বিন মোহাম্মদ নাহিয়ানের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাত সাত দিনের শোক ঘোষণা করেছে। আমিরাতের শোকের প্রতি সহমর্মিতা দেখিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সফর সংক্ষিপ্ত করেছেন। প্রতিমন্ত্রী এখন যুক্তরাজ্য সফরে রয়েছেন। তিনি আগামীকাল শুক্রবার বিকেলে ঢাকায় ফিরবেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রীর আগামী শুক্রবার থেকে রোববার পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফরের কথা ছিল।
টিবি
Discussion about this post