ডেঙ্গু প্রতিরোধে জনগণ সাথে থাকলে কোনো কাজই চ্যালেঞ্জ মনে হবে না, নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
রাজধানীর কুড়িল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সোমবার (৬ মে) সকালে সচেতনতামূলক কার্যক্রম এবং মশক নিধন অভিযান চালানো হয় কর্মসূচিতেই এমন মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনঃ অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে
এসময়, সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, চলতি মৌসুমেই বংশবিস্তার করে ডেঙ্গুবাহী এডিস মশা। ‘৩ দিনে একদিন; জমা পানি ফেলে দিন’ এই শ্লোগান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
অফিস বা বাড়ি যেকোনো জায়গায় এডিস মশার লার্ভা পেলে ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা নিবে বলেও হুশিয়ার করেন মেয়র আতিকুল ইসলাম।
এ এ/
Discussion about this post