শুরু হয়েছে বিশ্বব্যাপি জনপ্রিয় কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনব্যাপী তারকাদের জমকালো এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত। এই উৎসব ঘিরে হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকারা পাড়ি জমান ফ্রান্সের কান শহর। প্রথমবারের মতো এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
বাংলাদেশ সময় ১২ মে দিবাগত রাতে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান। পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান।’কান উৎসবের রেড কার্পেটে উৎসবে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেয়েছে ভাবনাকে। সেজেছেন ভিন্ন রূপে। একেকদিন একেক ডিজাইনের আকর্ষণীয় পোশাক পরছেন তিনি।তার পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ। কান উৎসবে তার প্রতিদিনের লুকগুলো পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। অনন্য তার সব লুক দিয়ে এরই মধ্যে সবার নজরও কেড়েছেন ভাবনা। তার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা।
ভাবনার ভাষ্য, এমন মিলনায়তনে কোনো সিনেমা উপভোগ করাটা তার কাছে স্বপ্নের মতো। কোনোদিন ভাবেননি, কান চলচ্চিত্র উৎসবের মতো এত বড় আসরে যাওয়া হবে। সেখানে এবার গেলেন এবং সিনেমাও উপভোগ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সিনেমাপ্রেমীদের সঙ্গে। ভাবনার অনেক দিনের ইচ্ছা ছিল তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন। বিশ্ব তারকাদের সেখানে যাওয়ার খবর শুনে মনের মধ্যে স্বপ্ন আঁকতেন, তিনিও একদিন যাবেন কান চলচ্চিত্র উৎসবে। তার অভিনীত সিনেমাও প্রদর্শিত হবে। সিনেমা প্রদর্শনের স্বপ্ন আপাতত পূরণ না হলেও এবার নিজ উদ্যোগে উৎসবটি সশরীর দেখে আসার সিদ্ধান্ত বাস্তবায়িত করেছেন তিনি।
উল্লেখ্য, ভাবনা তার অভিনয় জীবন শুরু করেন ‘নট আউট’ নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। ২০১৭ সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে।
Discussion about this post