কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেফতার শিলাস্তি রহমানসহ তিন আসামিকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ রিমান্ড মঞ্জুর করেন।
অন্য দুই আসামি হলেন: আমানুল্লাহ ওরফের শিমুল ভূঁইয়া ও ফয়সাল আলী ওরফে সাজি।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এ সময় শিলাস্তি রহমান বলেন, ‘আমাকে এখানে কেন আনা হয়েছে, আমি জানতে চাই। আমাকে বলেছে সাক্ষী দিয়ে চলে যাবা। আমি কিছু জানি না।’
আদালতে তোলার সময় দেখা যায়, শিলাস্তি রহমান দুই নারী পুলিশ সদস্যের কাঁধে মুখ লুকিয়ে হাঁটতে হাঁটতে আদালতে যান। এ সময় তিনি মুখে মাস্ক পরে ছিলেন। এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফজুর। শুনানি শেষে আদালত আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার (২২ মে) রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বৃহস্পতিবার (২৩ মে) আমানুল্লাহ ওরফের শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী ওরফে সাজি ও শিলাস্তি রহমানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
এ এস/
Discussion about this post