মানুষ কি নিজেকে কখনো পুরোপুরি আড়াল করতে পারে? বা এমন কোন পোশাক কি আছে যা পরিধান করলে মুহূর্তেই অদৃশ্য হয়ে যাবে মানুষ! শুনতে অবাক লাগলেও এবার এমনই পোশাক আবিষ্কার করলো চিনের একদল তরুণ গবেষক। যার মাধ্যমে চোখের পলকেই ভ্যানিশ হবে মানুষ, যে কোনোকিছু লুকিয়ে ফেলা যাবে খুব সহজেই। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটতে চলেছে এবার।
মানুষ নিজেকে আড়াল করার শুধু কল্পনাই করেছে এতদিন। এবার সেই কল্পনাকে বাস্তবে পরিণত করলো চিনের একদল তরুন গবেষক। তারা আবিষ্কার করেছে এমন এক চাদর যা গায়ে জড়ালে মুহূর্তেই অদৃশ্য হবে মানুষ। অদ্ভুত এই চাদর খালি চোখে দেখা গেলেও কোনো ক্যামেরা দিয়ে এটিকে শনাক্ত করা সম্ভব নয়। আবিষ্কৃত এ অদৃশ্য জাদুর চাদরের নাম দেওয়া হয়েছে ‘ইনভিসডিফেন্স। আর কোনো ক্যামেরা দিয়েই এ ধরনের কাপড় পরিহিত কোনো ব্যক্তিকে শনাক্ত করা অসম্ভব।
সাধারণত, ক্যামেরা দিনের আলোতেই চলাফেরা, শারীরিক কাঠামোর সাহায্যে মানবদেহ শনাক্ত করে। কিন্তু নতুন আবিষ্কার করা ইনভিসডিফেন্স এ ক্যামেরায় বিশেষ এক ধরনের ক্যামোফ্ল্যাজ রয়েছে যা ক্যামেরার দৃষ্টির অ্যালগরিদমকে ঢেকে দিয়ে সেটিকে অন্ধ করে দেয়। যে কারণে এটি পরিহিত কাউকে সে ক্যামেরা শনাক্ত করতে পারে না।
আরও পড়ুনঃ হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র – বাংলাদেশ
আবার রাতের বেলায় ক্যামেরা ইনফ্রারেড থার্মাল ইমেজিং বা মানুষের দেহের তাপমাত্রা শনাক্ত করার মাধ্যমে মানবদেহ শনাক্ত করে। কিন্তু ইনভিসডিফেন্সের ভেতরে অবস্থিত অনিয়মিত আকারের তাপমাত্রা-নিয়ন্ত্রক মডিউলগুলো এক ধরনের অস্বাভাবিক তাপমাত্রার প্যাটার্ন তৈরি করে যা ইনফ্রারেড ক্যামেরাকে বিভ্রান্ত করে।
এ চাদর দেখতে খুবই সাধারণ এবং দামেও সস্তা। ইনভিসডিফেন্সের একটি সম্পূর্ণ সেটের মূল্য মাত্র ৫০০ ইউয়ান যা বাংলাদেশি টাকায় ৮ হাজার টাকার সমান। ধারনা করা হচ্ছে এই আবিষ্কার নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
এই পোশাক ব্যবহার করে যেকোনো গোপন অপারেশন পরিচালনা করা, যুদ্ধক্ষেত্রে সৈন্যদের লুকিয়ে রাখা,গোপন তদন্ত চালানো এখন আরো সহজ হবে বলে জানানো হয়েছে। তবে অনেকেই এই আবিষ্কারের নেতিবাচক দিকও দেখছেন। এর ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে বলেও ধারনা করছেন অনেকে।
এ এ/
Discussion about this post