সম্প্রতি শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির সভাপতি খল-অভিনেতা মিশা সওদাগর বলেছেন―শিল্পীদের গরুর হাটে চাকরি দেবেন ডিপজল। মন্তব্যটি মিশা সওদাগর করেছেন দাবিতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এ নিয়ে যখন নানা আলোচনা-সমালোচনা চলছে, তখন তা নজরে আসে পর্দার দাপুটে অভিনেতা মিশার।
এ খল-অভিনেতা বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। শুক্রবার (২৪ মে) তিনি জানালেন, কোনো প্রেস বা জার্নালিস্টকে দেয়া ইন্টারভিউতে এ ধরনের মন্তব্য করেননি তিনি। এ জন্য তার অনুমতি ব্যতীত এমন খবর প্রকাশ করা ঠিক হয়নি।
অভিনেতা মিশা এ সময় উদাহরণ টেনে বলেন, ঘরোয়া আড্ডায় দেশ, ধর্ম, অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্র নিয়ে বিভিন্ন কথা হতে পারে। এমনটা সব পরিবারেই হয়। এই কথাটিও হয়তো কোনো রেফারেন্স হিসেবে এসেছিল। সেখানে অনেক মানুষ ছিল। আমাদের ডিপজল ভাইয়ের প্রশংসা করে তখন শিল্পীদের বলছিলাম। কিন্তু ‘টেবিল টক’ কী সংবাদে চলে আসতে পারে?
তিনি বলেন, ঘরোয়া কথাও সংবাদ হতে পারে, কিন্তু তার আগে অনুমতি নেয়া প্রয়োজন অবশ্যই। এ ব্যাপারে কোনো গণমাধ্যমকে কিছু বলিনি আমি। সংবাদ হওয়ার আগে আমার সঙ্গে কেউ কোনো কথাও বলেনি। বিষয়টি নিয়ে সংবাদ করা অনেকটা সাইবার অপরাধ। সাংবাদিক ভাইদের কিছুই বলিনি আমি, তারপরও এ নিয়ে সংবাদ করেছে তারা। আমি এমনটা আশা করিনি।
এদিকে মিশা সওদাগারের ওই ঘরোয়া আড্ডার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে বেকার শিল্পীদের কর্মসংস্থান নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে। সেখানে সিনেমা ছাড়াও টেলিভিশন বা ইউটিউব, ওটিটির জন্য নির্মিত নাটক ও সিরিজেও শিল্পীদের কীভাবে কাজে লাগানো যায়, এ নিয়ে পরিকল্পনা করতে শোনা যায় এ তারকাকে।
মিশা তখন কর্মসংস্থান বৃদ্ধির ব্যাপারে সাধারণ শিল্পীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বর্তমানে যাদের হাতে একদমই কোনো কাজ নেই, জীবিকা নির্বাহ নিয়ে সমস্যায় রয়েছেন―তাদের ইঙ্গিত করে এ অভিনেতাকে ডিপজলের গাবতলীর গরুর হাটে কাজে লাগানোর পরামর্শ দিতে দেখা যায়। আর তা নিয়েই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।
এ এস/
Discussion about this post