নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা আগামী ৮ জুন পর্যন্ত তাদের যেতে না পারার কারণ জানিয়ে অভিযোগ করতে পারবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) স্মার্ট কার্ড পাওয়ার পরও যে কর্মীরা মালয়েশিয়া যেতে পারেননি, তারা এ সুযোগ পাবেন।
মঙ্গলবার (৪ জুন) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বিএমইটি’র স্মার্ট কার্ড পাওয়ার পরও রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে (৩১ মে) মালয়েশিয়াতে কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুনঃ চা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনেছে: প্রধানমন্ত্রী
মালয়েশিয়া গমনেচ্ছু যেসব কর্মী নির্ধারিত সময়ে দেশটিতে যেতে পারেনি, তারা আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদিসহ (নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর, রিক্রুটিং এজেন্সির নাম, পাসপোর্ট নম্বর, বিএমইটি’র স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের স্বপক্ষে প্রমাণকসহ) [email protected] ঠিকানায় অভিযোগ দাখিল করতে পারবেন।
এ এ/
Discussion about this post