যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় এক পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের বাঁধাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঁধাঘাটা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৭০) এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালকের সহকারী, যার নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে চুকনগর যাচ্ছিল একটি পানির ট্যাংকি ভর্তি ট্রাক। মনিরামপুরের বাঁধাঘাটা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পথচারী আব্দুর রহমান ও ট্রাকচালকের সহকারী নিহত হন।মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুন ঢাকা পোস্টকে বলেন, মনিরামপুরের বাঁধাঘাটা এলাকার সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এস এম
Discussion about this post