যে গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন তাসনিয়া ফারিণ, এবার সেই গানের কারণেই পড়েছেন তোপের মুখে। পেশাদার সঙ্গীত শিল্পী না হয়েও গেলো ঈদে ইত্যাদিতে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি গেয়ে ‘ভাইরাল গায়িকা’র তকমা পেয়েছেন ফারিন। তাইতো লন্ডন গিয়েও বাংলাদেশ ফুড ফেস্টিভালে গানটি গেয়ে শোনান ফারিন। এরপর থেকেই শুরু হয়েছে সামালোচনা। কারণে ইত্যাদিতে গাওয়া গানের সাথে সেদিন লন্ডনের দর্শকরা লাইভ গানের কোন মিল খুজে পাননি। যথেস্ট বেসুরা ছিলো বলেও মন্তব্য করেছেন অনেকে।
পারফরমেন্সের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই ট্রলিং এর শিকার হচ্ছেন এই অভিনেত্রী। ইত্যাদিতে গাওয়া গানের সঙ্গে কোনো মিল না পেয়ে নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ বলছেন ‘ লন্ডনে কি অটো টিউন নেই?’ কেউ আবার জানতে চাচ্ছেন এমন বেসুরে গান গেয়ে তিনি ভাইরাল কি করে হলেন! কেউ আবার “গরিবের রানু মণ্ডল” বলতেও ছাড়েননি।
আরও পড়ুনঃ কোকোকোলার পক্ষে সাফাই, সমালোচনার মুখে দুই অভিনেতা
অনেকে মনে করছেন ইত্যাদিতে গাওয়া গানটিতে ফারিনের অংশে অটো টিউন ব্যবহার করা হয়েছে। অনেকে আবার গানটি এতো জনপ্রিয় হওয়ার কারণ তাহসানকে মনে করছেন।
ইত্যাদি’তে প্রচারিত গানের সঙ্গে লন্ডনে গাওয়া গানের সঙ্গে কেন এত সুরের ফারাক, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি ফারিণ। তিনি তাঁর মতো করে ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে জানা গেল, তার অভিনীত ‘ফাতিমা’ ছবিটি উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। একই সঙ্গে ছবিটিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছেন ফারিণ।
এ এ/
Discussion about this post