মালয়েশিয়ায় বসবাসরত ভিসাবিহীন অভিবাসীরা ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি চলমান থাকলেও ধরপাকড় অব্যাহত রয়েছে। অভিযানে বাংলাদেশিসহ বহু অভিবাসী আটক হচ্ছেন।
গতকাল মঙ্গলবার (১১ জুন) দেশটির ইমিগ্রেশন বিভাগ নেগরি সেম্বিলানের কুয়ালা পিলাতে অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশনের প্রধান কেনিথ তান আইক কিয়াং বলেছেন, সোমবার (১০ জুন) রাত ৯টা থেকে মঙ্গলবার (১১ জুন) রাত ২টার মধ্যে পরিচালিত দুটি অভিযানে তাদের আটক করা হয়।
এস এম
Discussion about this post