দক্ষিণ আফ্রিকায় ‘এমপক্স’ বা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মাঙ্কিপক্স সংক্রমণে দেশটিতে এটিই প্রথম মৃত্যু বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এম জো ফাহলা। বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা বলেছেন, গত সোমবার (১০ জুন) ওই ব্যক্তি মারা যান। তিন দিন আগে গাউতেং প্রদেশের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
ফাহলা জানান, চলতি বছর দেশটিতে পাঁচজন এমপক্সে সংক্রমিত হয়েছেন, যার মধ্যে গাউতেংয়ের আরও এক ব্যক্তি রয়েছেন। এছাড়া অন্য তিনজন কোয়াজুলু-নাটালের বাসিন্দা।
আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে বেশি দামী যে গরু!
তিনি বলেন, সংক্রমিত সবাই ৩০ থেকে ৩৯ বছর বয়সী পুরুষ। তারা প্রাদুর্ভাবের মুখে পড়া অন্য কোনও দেশে যাননি। ফলে এই রোগটি স্থানীয়ভাবে মানুষের মধ্যে ছড়াচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংক্রমিত ওই পাঁচজনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ফাহলা বলেন, ওই পাঁচজনের আগে থেকেই ইমিউনো ঘাটতি ছিল। মে মাসের শুরু থেকে তারা আক্রান্ত হতে শুরু করেন।
এমপক্স রোগটি আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। ২০২২ সালে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে। ওই বছরের জুলাই মাসে মাঙ্কিপক্স বা এমপক্সকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আগের তুলনায় কমলেও, এখনো বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স সংক্রমণের খবর পাওয়া যায়।
এ এ/
Discussion about this post