সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইদুল আজহা উদযাপন শুরু হয়েছে। রোববার (১৬ জুন) শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। এর পরপরই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কোরবানি দিয়ে ইদুল আজহা পালন করতে শুরু করে।
শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের আজ টিভির খবরে বলা হয়েছে, লাখ লাখ মুসলমান মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ঈদের নামাজের জমায়েতে অংশ নেন।
সৌদি নাগরিক, পাকিস্তানি এবং অন্যান্য বিদেশি নাগরিকদের অংশগ্রহণে সৌদি আরব জুড়ে ১২ হাজারেরও বেশি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ঈদের নামাজের পর পশু কোরবানি চলছে।
মক্কায়, আজ কোরবানির পর হজযাত্রীরা তাদের মাথা ন্যাড়া করবেন এবং তাদের ইহরামের পোশাক খুলে ফেলবেন। এরপর তারা সাধারণ পোশাকে তাওয়াফ আল-জিয়ারাহ (কাবা প্রদক্ষিণ) এবং সাঈ (সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে চলমান) করবেন।
এস এম
Discussion about this post