১৪ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৬ জুন) দুপুর ২টার পর স্বাভাবিক হয়। এর আগে গতকাল রাত ১১টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশ থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়।
আরও পড়ুনঃ শয়তানকে পাথর মারার মধ্যদিয়ে হজের আনুষ্ঠানিকতার সমাপ্তি
এদিকে বঙ্গবন্ধু সেতু সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা। গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ৩৪ হাজার ২৩৬টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ২২ লাখ ১০ হাজার ৪৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ১৭ হাজার ৬৫৫টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার টাকা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন, সকালে যানবাহনের চাপ থাকলেও, এখন ফাঁকা। স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।
এ এ/
Discussion about this post