কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের নাকভাঙ্গা এলাকায় চাঁদাবাজদের প্রাণনাশের হুমকির ফলে আতঙ্কে দিন কাটছে দুবাই প্রবাসী সালাহ উদ্দিনের। ফলে তিনি প্রকাশ্যে চলাফেরা করতেও ভয় পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
সালাহ উদ্দিন জানান, তার বাড়ি মিঠামইন উপজেলার গোপদীঘি এলাকায়। প্রায় ২০ বছর ধরে তিনি সপরিবারে দুবাই বসবাস করছেন। সম্প্রতি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই মূল সতাল মৌজার নাকভাঙ্গায় ৩৪ শতাংশ জমি কিনে ১২টি দোকানঘর তৈরি করেন। জমি কেনার পর থেকেই নাকভাঙ্গা উত্তর রাজকুন্তি গ্রামের কিছু চাঁদাবাজ দখলের পাঁয়তারা চালায়। এক পর্যায়ে তাকে হত্যার হুমকি দেয়। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
চাঁদাবাজরা সালাহ উদ্দিনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় জমি ভোগদখল করতে দেবে না বলে হুমকি দেয়। চাঁদা দিতে রাজি না হওয়ায় ২৫ নভেম্বর ২৫-২৬ জন মিলে দোকানে হামলা চালায়। তারা টিনের তৈরি সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং ভিতরের গাছপালা কেটে ত্রাসের সৃষ্টি করে। অনেক মালামালও নিয়ে যায়।
২৭ নভেম্বর তিনি ১০ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ১৫-১৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, আসামিরা আদালত থেকে জামিনে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর আছে।
Discussion about this post