টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব শুরু হবে বুধবার। সুপার এইটে প্রতিদ্বন্দ্বিতা করছে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু হবে।
শুক্রবার সকালে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে আজ মঙ্গলবার সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগার নর্থ সাউন্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগায় সুপার এইটের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার সকালে ও শনিবার রাতে পরপর দুটি ম্যাচ। এরপর মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচটি সেন্ট ভিনসেন্টে।
সুপার এইটে গ্রুপ-১-এ ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ এবং গ্রুপ-২-এ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র মোকাবেলা করছে। ২০০৭ সালের প্রথম আসরের পর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলছে।
এ এস/
Discussion about this post