সুপার এইট পর্বে টানা দুই ম্যাচে হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেলো। যা একটু সুযোগ আছে কেবলই কাগজে-কলমে। বাস্তবতা যদিও অনেক দূরে।
আজ (শনিবার) অ্যান্টিগার নর্থ সাউন্ডে ভারতের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেও অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে টাইগারদের। বলা যায়, কার্যত টাইগারদের বিদায় হয়ে গেছে আজকের হারেই।
বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল বিশাল, ১৯৭ রানের। শুরু থেকেই নেতিবাচক ব্যাটিংয়ে কখনই লড়াইয়ে ছিল না টাইগাররা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
Discussion about this post