দেশে প্রবাসীদের জীবনের গল্প নিয়ে এ পর্যন্ত বহু নাটকই নির্মিত হয়েছে যা দর্শকমনে ছাপও রেখেছে। তেমনি সাম্প্রতিক নাটক ‘যে পাখি ঘর বোঝেনা’ও দর্শকদের আবেগে ভাসাচ্ছে! এটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটকটি আরটিভিতে প্রচারের পাশাপাশি ইউটিউবেও মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টি।
নাটকটি দেখে রাসেল শেখ নামে এক দর্শক ইউটিউবের মন্তব্যের ঘরে লিখেছেন, আমি সৌদি আরব থেকে বলছি। জানি নাটকটি অনেক প্রবাসীর জীবনের সঙ্গে মিলে যাবে। ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য।
সাইফ হাসান নামে আরেকজন লিখেছেন, প্রবাসীরা আমাদের দেশের জন্য গৌরব। এই নাটক ও অভিনয়ের জন্য মুশফিক আর ফারহান ভাইকে স্যালুট।
সফিকুল লিখেছেন, প্রবাসীদের কষ্ট একমাত্র সৃষ্টিকর্তা আর মা-বাবা ছাড়া কেউ বোঝে না। এ নাটকে মুশফিক ফারহান ভাইয়া বাস্তব কাহিনি তুলে ধরেছে, ধন্যবাদ।
জুনায়েদ খান নামে আরেক দর্শক লিখেছেন, প্রিয় ফারহান ভাই সেরার সেরা নাটক উপহার দিয়েছেন প্রবাসী ভাইদেরকে। এটা অনেক প্রবাসী ভাইদের বাস্তব জীবনের সঙ্গে মিলে গেছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। লাভ ইউ।
নাটকটি ফারহান-বৃষ্টি ছাড়াও নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অর্ণব অন্তু, নব কুমার দত্ত, রায়হান মল্লিক প্রমুখ অভিনয় করেছেন।
টিবি
Discussion about this post