ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ডে ফের আলোচনায়। বিশেষ করে মঙ্গলবার (২৫ জুন) তিনি দুটি কারণে সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন। এর মধ্যে একটি হলো- হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পরীমণিকে জামিন দিয়েছেন আদালত।
আর অন্যটি হলো, পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। ফলে তাকে চাকরি হারাতে হচ্ছে। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসর দিতে পিএসসির কাছে আবদেন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশজুড়ে যখন এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণির দেওয়া একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে শোরগোল। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লেখেন, “বাই বাই রাসেলস ভাইপার।” এই পোস্টে নিজেকে নিজেই অভিনন্দনও জানিয়েছেন পরীমণি।
তবে কাকে “রাসেলস ভাইপার” বলে বিদায় জানালেন পরীমণি, সেটি অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেননি। তবে নেটিজেনদের অনেকই ধারণা করে নিচ্ছেন, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে ইঙ্গিত করেই এই পোস্ট দিয়েছেন পরীমণি।
প্রসঙ্গত, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বিধিমালার ৪-এর উপবিধি ৩(খ) অনুযায়ী গোলাম সাকলায়েনকে “গুরুদণ্ড” হিসেবে চাকরি থেকে “বাধ্যতামূলক অবসর”-এ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
এ এস/
Discussion about this post