বগুড়ার নন্দীগ্রামে কাথম-খালিগঞ্জ রোডে সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বড় বোন যুথির মৃত্যুর দশঘন্টা পর বগুড়া শজিমেক হাসপাতালে রবিবার মধ্যরাতে মারা গেছে ছোট ভাই জিহাদ, এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজন। শনিবার (২৯জুন) বিকেল ৪টার দিকে কাথম- কালিগঞ্জ রোডে সড়াতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
এতে একই পরিবারের তিনজনের মধ্যে যুথি বেগম (২০) নামে একজন নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত যুথি বেগমের ভাই মো: জিহাদ (১৭) ও তার মা জেসমিন বেগম (৪৫) গুরুতর আহত হন। আহতদের ফায়ার সার্ভিসের সহায়তায় বগুড়া শিশু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। বড় বোন যুথির মৃত্যুর দশঘন্টা পর রবিবার মধ্যরাতে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই জিহাদের মৃত্যু হয়। সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুথি ও জাহিদ মারা গেলেও অলৌকিক ভাবে সুস্থ রয়েছে যুথির তিন দিনের সন্তান। এ ঘটনায় নেমে এসেছে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া।
জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, সড়ক দুর্ঘটনায় প্রসূতিও প্রসূতির ভাইয়ের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ এস/
Discussion about this post