এই মুহূর্তে দেশে কোনো কোটা নেই। জনদুর্ভোগ তৈরি হয় এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন -আন্দোলনকারীদের এমন আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বুধবার (১০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কোটা বিলুপ্ত করে সরকার ২০১৮ সালে পরিপত্র জারি করে। এ বছরের জুন মাসে হাইকোর্ট একটি আদেশে সেই পরিপত্র বাতিল করে। যদিও সরকার পক্ষ হাইকোর্টের আদেশের বিপক্ষে সর্বোচ্চ আদালতে আপিল করে, কিন্তু ছাত্র-ছাত্রীদের একটি অংশ কোটা সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে।
তিনি বলেন, আজ ১০ জুলাই সর্বোচ্চ আদালতের আদেশে ২০১৮ সালের সরকারের পরিপত্র আবার বলবৎ হয়েছে। সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী The High Court Judgement will not remain in operation. অর্থাৎ, এই মুহূর্তে দেশে কোনো কোটা নেই।
তিনি আরও বলেন, তবে, এ বিষয়ে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রদান বাকি আছে। পূর্ণাঙ্গ রায় প্রদানের ক্ষেত্রে আদালত অবশ্যই শিক্ষার্থীদের দাবীর বিষয়টি বিবেচনা করবেন। সর্বোচ্চ আদালতের এই কার্যক্রম পুরোপুরি সমাপ্ত না হওয়া পর্যন্ত সরকারও এ বিষয়ে কোনো কিছুই করতে পারবে না। এ বিষয়ে কোনো ঘোষণাও দিতে পারবে না।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে যেহেতু দেশে কোনো কোটা নেই, কাজেই, এখন জনদুর্ভোগ তৈরি হয় এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা উচিত। সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পরে নির্বাহী বিভাগ তথা সরকার নিশ্চই কোটা বিষয়টি নিয়ে যুগোপযোগী সংস্কারের উদ্যোগ নিবে।
এ এস/
Discussion about this post