আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ায় কার ওয়াসের দোকানে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। ৯ জুলাই স্থানীয় সময় দুপুর ১২ টায় সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়া এক্সপ্রেসওয়ে এলাকার একটি পেট্রোল স্টেশনের পাশে কারওয়াশ দোকানে কর্মরত অবস্থায় ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ১১ জুলাই ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলীন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, ৯ জুলাই পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট ১৭ জন অফিসারের সমন্বয়ে পরিচালিত অভিযানে কারওয়াশে কর্মরত অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার সময় কোনো অভিবাসীই বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ২৫ থেকে ৩৫ বছর বয়সী ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে মালয়েশিয়ায় প্রবেশে বৈধ পাসপোর্ট বা নথি নেই এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) লঙ্ঘন করেছে অর্থাৎ পাসপোর্টের শর্ত ভঙ্গ করেছে।
পরিচালক বলেন, অভিযানের অবস্থান হল একটি গ্যাস স্টেশন চত্বর যেখানে গাড়ি ধোয়ার পরিষেবা দেওয়া হযত। এনফোর্সমেন্ট বিভাগ কর্মরত বিদেশী নাগরিকদের সম্পর্কে একটি জনসাধারণের অভিযোগের পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের, বিরুদ্ধে আরোও অধিকতর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে।
যারা অবৈধভাবে অবস্থান করে, অতিরিক্ত অবস্থান করে এবং পাসপোর্টের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে জেআইএম কোনো আপস করবে না। অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুসলীন জুসোহ।
এ এ/
Discussion about this post