চাঁপাইনবাবগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গোলাপী বেগম (৩৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গোলাপী বেগম সদর উপজেলার হরিসপুর গ্রামের বাবলুর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
তিনি জানান, আনুমানিক সকাল ১০টার দিকে গোলাপী বেগম তার ছেলে মাসুদের মোটরসাইকেলের পেছনে বসে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় নরেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এস এম/
Discussion about this post