কানাডায় পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম করলো দেশটি। এখন থেকে আগের তুলনায় দ্বিগুন অর্থ গুনতে আগে আগ্রহী শিক্ষার্থীদের। এই নিয়ম চালু হবে আগামী বছর থেকে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার এ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, লেখাপড়ার উদ্দেশ্যে যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় যাওয়ার পরিকল্পনা করছেন এবং যারা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন তাদের- আগের তুলনায় দ্বিগুণ অর্থ ব্যাংকে দেখাতে হবে।
আগে কানাডা গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবনব্যয় (কস্ট অব লিভিং) খরচ হিসেবে ব্যাংকে ১০ হাজার ডলার আছে এমন প্রমাণ দেখাতে হতো। সেই ২০০০ সাল থেকেই অর্থের পরিমাণ এটিই রয়েছে। কিন্তু এখন জীবনব্যয়ের খরচ বেড়ে যাওয়ায় এটি ১০ হাজার ডলার থেকে ২০ হাজার ৬৩৫ ডলার করা হয়েছে। জীবনব্যয় খরচের সঙ্গে ভ্রমণ ও টিউশন ফিস তো থাকবেই। এই খরচটি বছরে বছরে সামঞ্জস্য করা হবে।
অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেছেন, কানাডায় পড়তে আসার ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে সেগুলোর সঙ্গে জীবনব্যয়ের বিষয়টি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সমন্বয় করা হয়নি। এরফলে কানাডায় আসা শিক্ষার্থীরা দেখতে পান সেখানে থাকার মতো পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই এটি কার্যকর হবে।
Discussion about this post