শিক্ষামন্ত্রী ডা. মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনও হয়নি। তাই সরকার তাড়াহুড়ো করে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক – সকলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রথম কর্তব্য।’এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৫ জুলাইয়ের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থাগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, গত ১৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সকল শিক্ষা বোর্ডের ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই থেকে ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এস এম/
Discussion about this post