গত ১৬ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। এমন পরিস্থিতিতে অব্যবহৃত ডাটা গ্রাহকরা ফেরত পাবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
শনিবার (২৭ জুলাই) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, গ্রাহকরা যেন অব্যবহৃত ডাটা ব্যবহার করতে পারেন সেভাবেই সিদ্ধান্ত আসতে পারে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে পাঁচ দিনের ইন্টারনেট ব্ল্যাক আউট শেষে মঙ্গলবার (২৩ জুলাই) পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। তবে এখনো ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বন্ধ রয়েছে।
টিবি
Discussion about this post