২০৩৪ বিশ্বকাপের জন্য অফিসিয়ালভাবে ফিফার কাছে বিড জমা দিয়েছে সৌদি আরব। সোমবার (২৯ জুলাই) প্যারিসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে বিড বই জমা দেন সৌদি আরবের ক্রীড়া মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল। এদিন, ফিফার কাছে অফিসিয়াল বিড বই জমা দিয়েছে ২০৩০ বিশ্বকাপে ৬ আয়োজক দেশ।
২০৩৪ ফিফা বিশ্বকাপের জন্য বিড করেছে সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের প্রচন্ড গরম আবহাওয়ার কারণে শুরু থেকেই বিতর্ক ছিল ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে। তবে সবকিছু ভুল প্রমাণ করে সফল আয়োজনের মধ্য দিয়ে পুরো বিশ্বে তাক লাগিয়ে দেয় কাতার। এরপর থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য উঠেপড়ে লাগে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব।
বিশ্বকাপ আয়োজনের জন্য ২০৩৪ বিশ্বকাপকে টার্গেট করে সৌদি আরব। সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ২০৩৪ বিশ্বকাপের জন্য অফিসিয়াল বিড বই জমা দেন সৌদি স্পোর্টস মিনিস্টার যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসির আল মিশেল।
বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে ফুটবলে বিশাল বিনিয়োগ করে দেশটি। নিজেদের ঘরোয়া লিগের মান বাড়াতে চওড়া দামে ইউরোপ থেকে নামিদামী সব ফুটবলার দলে ভেড়ায় সৌদি ক্লাবগুলো। যার শুরুটা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে। এরপর দেশটিতে পাড়ি জমান করিম বেনজেমা, নেইমার জুনিয়র, সাদিও মানে, এনগোলো কান্তের মতো ফুটবলের মেগা স্টাররা।
সৌদি আরবের সঙ্গে ২০৩৪ বিশ্বকাপে আয়োজনের দৌড়ে ছিলো অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত নিজেদের নাম সরিয়ে নেয় সকারুজরা। তবে আয়োজনের বিড জমা দেয়ার জন্য ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেধে দেয় ফিফা। আর কোনো অঘটন না ঘটলে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। জাপান, দক্ষিণ কোরিয়া ও কাতারের পর বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করতে যাচ্ছে দেশটি। সামর্থ থাকলে সব দেশেরই বিশ্বকাপ আয়োজনের অধিকার আছে বলে জানান ফিফা সভাপতি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফার প্রতিটা সদস্যের বিশ্বকাপ খেলার অধিকার আছে যদি তারা কোয়ালিফাই করে। আর সামর্থ থাকলে যেকোনো দেশ বিশ্বকাপ আয়োজন করতে পারে। সেক্ষেত্রে তাকে ফিফার নির্দেশনা মানতে হবে। এখানে আমরা ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের জন্য ফরমাল অফিসিয়াল বিড গ্রহণ করেছি। ২০৩৪ সালের জন্য এখনও সময় আছে যে কোনো দেশ চাইলে বিড করতে পারে। এটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।’
এদিন, অফিসিয়াল বিড বই জমা দিয়েছে ২০৩০ বিশ্বকাপের আয়োজক স্পেন, পর্তুগাল, মরোক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। প্রথমবারের মতো যৌথভাবে ৬ দেশ ও তিন মহাদেশে আয়োজিত হতে যাচ্ছে এই বিশ্বকাপ। আসরের সবকটি ম্যাচ স্পেন, পর্তুগাল ও মরোক্কোতে হলেও বিশ্বকাপের শতবর্ষ উৎযাপন উপলক্ষে লাতিনের তিন দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে ১টি করে ম্যাচ।
এই বছরই অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস। সেখানে ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাটি।
Discussion about this post