কোটা সংস্কার আন্দোলন চলাকালে ৯ শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
রোববার (৪ আগস্ট) সকালে রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিৎ।
এরপর শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি।
শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল বলেন, রিট করার নেপথ্যে অসৎ উদ্দেশ্য রয়েছে। কেননা তারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলেও রিটকারীরা কোনো নিন্দা জানায়নি।
এসময় রিটকারী আইনজীবীরা জানান, তারা সব মৃত্যুর নিন্দা জানিয়েছেন।
এসময় আওয়ামী লীগের সমর্থিত আইনজীবীরা শুরু করেন হইচই। সেসময় অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, আমিতো আওয়ামী লীগের লোক। শপথ নেয়ার পর আর আওয়ামী লীগ থাকে না। ওইদিন আমাকে কোর্টে ঠিকমতো বসতে দেয়নি এবং রিটকারীদেরও কথা বলতে দেয়নি।
এ এ/
Discussion about this post