রাজধানী রামপুরা-বাড্ডা সড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শত শত শিক্ষার্থী ও জানতা এসে আন্দোলনে যোগ দিয়েছেন।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু হয়।রামপুরা টিভি সেন্টার থেকে শুরু করে বাড্ডা ইউলুপ হয়ে লিংকরোড পর্যন্ত অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষকেও তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। দুপুর ২টা পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
২০১৮ সালে সরকার চাকরিতে কোটা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র চলতি বছরের জুনের শেষে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে জুলাইয়ের শুরুতে মাঠে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা প্রথমে পরিপত্র ফিরিয়ে আনতে, অর্থাৎ কোটা না রাখার দাবিতে রাজপথে নেমে কোটা সংস্কারের দাবি জানান।
এস এম/
Discussion about this post