দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া লালমনিরহাটের আওয়ামী লীগ নেতা সুমন খানের বাড়ি থেকে ছয়টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৫ আগস্ট) দিনগত রাত সাড়ে তিনটার দিকে বাসাটির চতুর্থ তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সহিদার রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় বেশিরভাগ মরদেহের পরিচয় আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি।
জানা গেছে, শেখ হাসিনার পতন ও পালানোর পর সোমবার বিকেলের দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের চারতলা বাসায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এতে পুরো বাড়িটি পুড়ে যায়। তবে সেসময় বাড়িতে সুমন খানসহ তার পরিবারের কেউ ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।
শহরের মিশনমোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেওয়া ছয় শিক্ষার্থী বিকেল থেকে নিখোঁজ ছিল বলে জানায় তাদের পরিবার। সারাদিন কোনো খোঁজ না পেয়ে তাদের পরিবারের সদস্যরা সেনাসদস্যদের সহায়তায় রাতে বাড়িটিতে গিয়ে মরদেহগুলো দেখতে পায়। পরিবারের ধারণা, মরদেহগুলো তাদের নিখোঁজ সন্তানদের হতে পারে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সহিদার রহমান জানান, মরদেহগুলো উদ্ধারের পর সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে একাধিকবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি
এম/এইচ
Discussion about this post