বাংলাদেশে গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনে দুই বাংলার বিনোদন দুনিয়ায় কতটা প্রভাব ফেলতে চলেছে এ নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি দুই বাংলায় সিনেমা মুক্তি নিয়েও দেখা দিয়েছে আশঙ্কা।
ইন্টারনেট ব্যাহত হওয়ার কারণে কলকাতার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। যার ফলে চঞ্চলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। চলতি মাসের ১০ কিংবা ১১ তারিখ কলকাতায় যাওয়ার কথা রয়েছে চঞ্চল চৌধুরীর। উপলক্ষ, ১৫ আগস্ট ‘পদাতিক’র মুক্তি।
ঢাকায় মুক্তি প্রসঙ্গে প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘১৬ আগস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পদাতিক’-এর। কিন্তু এখন আমরা ওই তারিখে ওদেশে সিনেমা মুক্তি করতে পারছি না। এটা সিনেমা মুক্তি করার সময়ও নয়। পরে একটা ডেট ঠিক হবে পরিস্থিতি স্বাভাবিক হলেই।’
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গোপনে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ নিয়ে এখন তোলপাড় পরিস্থিতি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। গল্পে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ। এই সিনেমায় মৃণাল সেনের ছ’টি লুকে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
এস এম/
Discussion about this post