নতুন ডিজি পেল র্যাব, ডিএমপি কমিশনারেও পরিবর্তন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপ-পুলিশ মহাপরিদর্শক (অপরাধ তদন্ত বিভাগ) মো. মাইনুল হাসানকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ বুধবার এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া, সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাবের ডিজি হারুন-অর-রশিদকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এম/এইচ
Discussion about this post