চট্টগ্রামের রাউজানে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ছেলের বিবাহ বিচ্ছেদের ‘কাবিনের টাকার’ চাপ সইতে না পেরে জাবের হোসেন ওরফে ধনা মিয়া নামের ওই বৃদ্ধ এমন করেছেন বলে জানা গেছে।
সোমবার ( ১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে আসরের নামাজ পড়ে ঘরে গিয়ে রান্না ঘরে রশির সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ধনা মিয়া।
জানা যায়, প্রায় চার মাস আগে পারিবারিক অশান্তির কারণে প্রবাস থেকে স্ত্রীর কাছে তালাক নোটিশ পাঠিয়েছিলেন রাউজান ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাদু চৌধুরী বাড়ির জাবের হোসেন ওরফে ধনা মিয়ার ছেলে মনির হোসেন। গত চার বছর আগের ওই বিয়ের দেনমোহর ধার্য্য ছিল ১২ লাখ টাকা।
তালাক প্রাপ্তির তিন মাস পর বিচ্ছেদ হয়ে যাওয়া স্ত্রীর পরিবারের পক্ষে দেনমোহরের টাকা পরিশোধের চাপ দিয়ে আসছিল প্রবাসী মনিরের বাবা জাবের হোসেনকে। এই নিয়ে সামাজিকভাবে দুই পক্ষের একাধিক বৈঠক হয়। সর্বশেষ জাবের হোসেন দেনমোহরের চার লাখ টাকা দিতে সম্মত হয়।
Discussion about this post