স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারে অংশ নিতে আগামী ১৫ ডিসেম্বরে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকার দারুস-সালাম রোডের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ৮ টায় উপস্থিত থাকতে বলা হয়েছে। বোয়েসেল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, AL MASERA গার্মেন্টস-এর অধীনে ২০ জন পুরুষ ও ৪০০ জন নারী মেশিন অপারেটর নিয়োগ দেয়া হবে। এই পদে মাসিক বেতন থাকবে ১৫০ জর্ডানি দিনার যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ হাজার টাকা। সংশ্লিষ্ট কাজে প্রার্থীর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেয়া হবে।
চাকরির শর্তে বলা হয়েছে, প্রার্থীর বয়স ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির চুক্তি ৩ বছর, যা নবায়নযোগ্য। কাজ সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ৮ ঘণ্টা। থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। তাছাড়া অন্য শর্তাবলি জর্ডানের শ্রম আইনের অনুযায়ী প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের অযোগ্য হবে।
সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবেঃ
(১) ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
(২) মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদাকালো ফটোকপি।
(৩) শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
Discussion about this post