রাজধানীর মিরপুর পুলিশ লাইনে অস্ত্রাগারে মিস ফায়ারিংয়ে আল আমিন (৩০) নামে এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। আল আমিন দারুসসালাম থানায় সহকারি উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
আজ সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোটাবিরোধী আন্দোলনের সময় থানার সব অস্ত্র মিরপুর পুলিশলাইনে জমা দেওয়া হয়েছিল।
আজকে দুপুরে অস্ত্র আনতে মিরপুর পুলিশলাইনে যান আল আমিনসহ পুলিশ সদস্য ও কর্মকর্তারা। সেখানে এক সহকর্মীর হাতে থাকা পিস্তলের গুলি মিস ফায়ার হয়ে আল আমিনের পেটের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে সহকর্মীরা।
তিনি জানান, হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তার। তবে চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা গুরুতর।
টিবি
Discussion about this post