স্পেনের বাণিজ্যিক রাজধানী বার্সেলোনায় বর্ণাঢ্য ও জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের অভিষেক ও নৈশভোজ । গত ৭ ডিসেম্বর রাতে বার্সেলোনার চারতারকা সোণটোল হোটেলের বলরুমে বিপুলসংখ্যক ব্যবসায়ী ও প্রবাসীদের উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। সংগঠনের সভাপতি সাজিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরন নাজমুল এবং সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান খান কায়েসের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক কাতালুনিয়ার পার্লামেন্টের এমপি মারিয়া দান্তে, সাবেক সিনেটর রবার্তো মাসিও, বার্সেলোনার অনারারি কনসুলার রামোন পেদ্রো, কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ, শ্রম উইং মুতাছিমুল ইসলাম ও বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ বলেন,বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে ব্যবসায়ীরা। আপনাদের পণ্যের গুণগতমান, গ্রাহকসেবা পাশাপাশি স্পেনিশ ব্যবসায়ীদের সাথে নানা উদ্ভাবনী দেশীয় পণ্য সহ সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করার অনুরোধ জানান। সম্প্রতি পেনশন স্কিম চালু করা হয়েছে। সর্বোপরি এ সরকার প্রবাসবান্ধব। রাষ্ট্রদূত অভিষিক্ত কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পেন বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা নুরুল ওয়াহিদ, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, মানবাধিকারকর্মী কামরুল মোহাম্মদ, কমিউনিটি নেতা বাসিত কায়সার। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডঃ নজরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা, প্রতিষ্ঠাতা সদস্য শফিক খান। উপদেষ্টা শফিউল আলম শফি, উত্তম কুমার, সিনিয়র সহ সভাপতি ফয়সাল আহমেদ, সহ সভাপতি বখতিয়ার রহমান, সহ সভাপতি মোখলেছুর রহমান নাসিম , সহ সভাপতি খুরশেদ আলম বাদল, সহ সভাপতি আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, উজ্জল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ মোস্তফা, অর্থ সম্পাদক জাফর হোসাইন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাংস্কৃতিক সম্পাদক রাজু গাজী ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল রাজিব হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুক্তার হুসেন, সদস্য আব্দুর রাজ্জাক খোকন, শফিকুল আজম, রুনু নজরুল ,সুমন সাহা প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জারিফ হোসেন এবং গীতা পাঠ করেন শাস্ত্রী টিকারাম। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দরা। পরে সংগঠনের উপদেষ্টা রাষ্ট্রদূতসহ অন্যান্য অতিথিবৃন্দ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিষিক্ত করেন।
Discussion about this post