বাংলাদেশ থেকে যেসব কর্মী লেবাননে ইচ্ছুক তাদের দেশটি ভ্রমণ যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দূতালয়ের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, লেবানন-ইসরাইল সীমান্তে চলমান অবনতিমূলক সাংঘর্ষিক পরিস্থিতিতে লেবাননে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন এবং অনারারী কনস্যুলেটসমূহ তাদের কার্যক্রম স্থগিত অথবা সীমিত করেছে। পাশাপাশি লেবাননে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের অতিসত্ত্বর লেবানন ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ও জার্মানিসহ বিভিন্ন দেশ লেবাননগামী ফ্লাইট বন্ধ রেখেছে। এছাড়াও বিভিন্ন দূতাবাস হতে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের লেবানন ভ্রমণ পরিহার করার জন্য নিয়মিতভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।
লেবাননের সামগ্রিক অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ হতে লেবাননে আসতে আগ্রহী কর্মীদের লেবাননে ভ্রমন না করার বিষয়ে পরামর্শ প্রদান করা সমীচীন হবে বলে দূতাবাস মনে করে।
টিবি
Discussion about this post