সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অবতারণের পর যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার অভিমুখে যাত্রা করতে পারেনি।
শনিবার (১৭ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে বিমান বন্দরে অবতারণের পর এ ঘটনা ঘটে।
বিমান বন্দর সূত্রে জানা যায়, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ফ্লাইট নং BG- 491/492) ঢাকা থেকে ৭১ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে সকাল ৮টা ২০ মিনিটে অবতরণ করে। পুনরায় বিমানটি ৭১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমানটির ভেতরে থাকা ঢাকাগামী যাত্রীদের নামিয়ে দিয়ে ত্রুটি নিরসনের কাজ করছেন সংশ্লিষ্ট এয়ারলাইনসের ইঞ্জিনিয়ার। পরে ত্রুটি সারিয়ে ২ ঘণ্টা পর ৭১ জন যাত্রী নিয়ে সকাল সোয়া ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার বাহাউদ্দিন জাকারিয়া জানান, বড় ধরনের কোনো সমস্যা না থাকায় ত্রুটি সারিয়ে ২ ঘণ্টা পর ৭১ জন যাত্রী নিয়ে সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি।
এম/এইচ
Discussion about this post