বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন ।
বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এই আহ্বান জানান তিনি।
জামায়াতের আমির বলেন, ভারী বৃষ্টি এবং ভারত থেকে তেড়ে আসা পানির ঢলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আর কুমিল্লার অংশবিশেষ পানিতে ভাসছে। লাখো বনি আদম, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানি না এ পর্যন্ত কতজন মানুষ মারা গেছেন। এ অবস্থায় আসুন, আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই দাঁড়াই।
তিনি আরো বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে হৃদয় গলিয়ে দোয়া করি, আল্লাহ যেন এই বৃষ্টি এবং পানিকে গজবের কারণ না বানান। রহমতের ওসিলা হিসেবে পরিবর্তন করে দেন। হে আল্লাহ! আসমানকে আপনি মেহেরবানি করে থামান এবং জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন। আমাদের এ বিপদ থেকে আপনি রক্ষা করুন। আমাদের ওপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আমার বিপন্ন ভাই-বোনদের কাছে আমি যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারাও আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন।
এস আই/
Discussion about this post