সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত ১৭ আগস্ট কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা বন্যার্তদের দান করেছে মসজিদ কমিটি। তবে, তথ্যটি সঠিক নয়।
শনিবার (২৪ আগস্ট) মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তথ্যটি গুজব বলে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পাগলা মসজিদ কমিটির কাছে বন্যার্তদের জন্য সাহায্য চেয়ে কেউ আবেদন করেনি। এ বিষয়ে আমাদের কোনো সভা হয়নি। মসজিদটি যেহেতু ওয়াকফকৃত সম্পত্তি, সেহেতু দানের টাকা ব্যয় করতে গেলে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যয় করতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিষয়টির কোনো সত্যতা নেই।’
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও সারজিস আলমের নামের যেসব পেজ থেকে তথ্যটি ভাইরাল হয়। অনুসন্ধান করে দেখা গেছে ওই পেজগুলোও ভুয়া। তিন সমন্বয়কের ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এসব পেজ খোলা হয়েছে।
এম/এইচ
Discussion about this post