প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। ৪ ফিফটি আর এক সেঞ্চুরিতে ভর দিয়ে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে দেখাল দাপট। পাকিস্তানের ৪৪৮ রানের বাধা টপকে ১১৭ রানের লিড নিয়ে বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে।
আগের দিন সেঞ্চুরির আক্ষেপে পুড়েন সাদমান, আজ খুব কাছে গিয়েও মুশফিকুর রহিম ছুঁতে পারেননি ডাবল শতক। ১১তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে ১৯১ রান করে আউট হন এই দেশসেরা ব্যাটার। মোহাম্মদ আলির অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।
শুরু থেকেই দুর্দান্ত খেলা মুশফিক তুলে নেন ক্যারিয়ারের এগারো নম্বর সেঞ্চুরি। সেঞ্চুরি ছুঁতে মুশফিক খেলেছেন ২০০ বল। বাংলাদেশের হয়ে তারচেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের (১২)। নিজের ১১তম টেস্ট সেঞ্চুরি হলেও পাকিস্তানের বিপক্ষে এটিই মুশফিকের প্রথম।
মুশফিকের বিদায়ের পর উইকেটে আসা হাসান মাহমুদ ১৮ বল মোকাবিলা করেও রানের দেখা পাননি। দায়িত্বশীল ব্যাটিংয়ে তখনও দলকে টানতে থাকেন মিরাজ। ক্যারিয়ারের ৭ম ফিফটি হাঁকানো মিরাজ অবশ্য ব্যক্তিগত ৭৭ রানে হারান উইকেট। ততক্ষণে বাংলাদেশ পেয়ে যায় ১০৯ রানের লিড।
পাকিস্তান (প্রথম ইনিংস)- ৪৪৮/৬ (১১৩ ওভার) (রিজওয়ান ১৭১*, সাইম ৫৬, শাকিল ১৪১, সালমান ১৯, আফ্রিদি ২৯*; শরিফুল ২/৭৭, হাসান ২/৭০)।
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৫৬৫/১০ (১৬৭.৫ ওভার) (সাদমান ৯৩, মুমিনুল ৫০, জাকির ১২, শান্ত ১৬, সাকিব ১৫, মুশফিকুর ১৯১, লিটন ৫৬, মিরাজ ৭৭)।
এ ইউ/
Discussion about this post