ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন সিলেটের এক ছাত্রলীগ নেতা। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ সামি।
গত শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন সামি। রোববার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে সামির জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি চ্যানেল 24 অনলাইকে নিশ্চিত করেছেন উপজেলা জামায়তের সেক্রেটারি শফী আহমেদ মুন্না। তিনি জানান, সে (সামি) যোগদান করেছেন এটা ঠিক আছে। তিনি শনিবার আমাদের সংগঠনে যোগদান করেছেন। আমরা তাকে বরণও করেছি।
তিনি আরও জানান, কেউ যদি রাষ্ট্রবিরোধী কাজে জড়িত না থাকে, আগের রেকর্ড ভালো থাকে তাহলে আমরা যে কাউকেই আমাদের দলে বরণ করে নিতে পারি।
এ বিষয়ে বিষয়ে জানতে চাইলে আহমদ শরীফ সামির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
টিবি
Discussion about this post