অতীতে নানান বিতর্কে নাম জড়িয়েছে সাকিব আল হাসানের। প্রতিবার তিনি পারফরম্যান্সের ঝলকে সেই সব বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। কিন্তু এবারের ব্যাপারটা ভিন্ন। হত্যা মামলায় নাম উঠেছে সাকিবের। রাওয়ালপিণ্ডি টেস্ট চলাকালীন ঢাকায় এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাকিব আল হাসানসহ ২৫৬ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
সাকিব যখন রাওয়ালপিণ্ডি টেস্ট খেলছিলেন, তখন ঢাকায় তার নাম উঠেছে হত্যা মামলায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় সহিংসতার ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। সে সময় অবশ্য সাকিব দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলায় ব্যস্ত ছিলেন।
সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়ার পর তাকে দল থেকে অব্যাহতি দিয়ে দেশে ফেরত পাঠানোর জন্য বিসিবিকে দেয়া হয় লিগ্যাল নোটিশ। আগামী শুক্রবার (৩০ আগস্ট) শুরু হতে যাওয়া টেস্টে তাই তার খেলা নিয়ে তো বটেই, ক্যারিয়ারই শঙ্কার মুখে।
কঠিন এই সময়ে অবশ্য সতীর্থরা সাকিবের পাশেই দাঁড়িয়েছেন। রোববার পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয় পাওয়ার পর সাকিবের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কয়েকজন সতীর্থ পোস্ট দিয়েছেন। তাদের চোখে সাকিবের বিরুদ্ধে এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক কারণেই করা হয়েছে।
রোববার রাওয়ালপিণ্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন সাকিব। সেই অর্জনের কারণে সাকিবকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহিম। একই সঙ্গে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার প্রতিবাদও জানিয়েছেন তিনি।
মুশফিক ফেসবুকে লিখেছেন, ‘সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’
টিবি
Discussion about this post