জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, এ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব) পদে বদলি করে পদায়ন করা হলো।
মেজবাহ উদ্দিন চৌধুরী ২০২২ সালের নভেম্বর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি নৌপরিবহন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ২৭ অক্টোবর তিনি স্থানীয় সরকার বিভাগে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। একই বছর ২ নভেম্বর থেকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এস আর/
Discussion about this post