বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আজ ফেনীর বন্যাদুর্গত এলাকা দুর্গাপুর পরিদর্শন করেছেন। এসময় তিনি তৎসংলগ্ন এলাকায় বিমানবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন এবং বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এছাড়া তিনি বি এ এফ শাহীন কলেজ, ঢাকার সকল শিক্ষার্থীর পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকারের হস্তান্তর করেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনী বন্যাদুর্গত এলাকায় অব্যাহতভাবে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এছাড়াও বিমানবাহিনী কর্তৃক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
এস এইচ/
Discussion about this post