রাশিয়ার স্বাধীন মিডিয়া আউটলেট মিডিয়াজোনের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে অন্তত ৬৬ হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।
মিডিয়াজোন বিবিসির রাশিয়ান সার্ভিসের একটি ওপেন সোর্স ডেটা ব্যবহার করে নিহত সৈন্যদের একটি তালিকা প্রণয়ন করেছে। এতে বলা হয়েছে- গত এপ্রিল থেকে তারা ৫০ হাজার রুশ সৈন্য নিহতের তথ্য পেয়েছে।
শনিবার মিডিয়াজোনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউক্রেন যুদ্ধে শুরু থেকে ৩০ আগস্ট পর্যন্ত ৬৬ হাজার ৪৭১ রুশ সৈন্য নিহত হয়েছে। এই তালিকা প্রণয়নের মধ্যে গত চার সপ্তাহে ৪ হাজার ৬০০ সৈন্য নিহত হয়েছে। এছাড়া যুদ্ধের পর থেকে নিহত অনেক সৈন্যের সংখ্যা প্রকাশ করা হয়নি।
মিডিয়াজোনের সাংবাদিক অ্যানেস্থাশিয়া আলেক্সসেভা জোর দিয়ে বলেন, সর্বশেষ মৃত্যুর সংখ্যা কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলার নয়। তিনি আরও বলেন, গবেষণা এখনও চলমান।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানে ৭ লাখ রুশ সৈন্য অংশ নিয়েছেন বলে জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধে কতজন সৈন্য নিহত হয়েছেন তা নিয়ে তিনি কম কথাই বলেছেন।
এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বলেন, রুশ যুদ্ধে তার দেশের ৩১ হাজার সৈন্য নিহত হয়েছে।
সূত্রঃ আল আরাবিয়া
এ ইউ/
Discussion about this post