আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ দিন দেশের সব সরকারি-বেসরকারি সব মাদ্রাসায় হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি নিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ আয়োজন করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
এ ছাড়া হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
যেখানে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলুদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসায় হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, কেরাত, দোয়া ও মিলাদ এবং হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করার জন্য অনুরোধ করা হলো।
টিবি
Discussion about this post